ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ছক্কার বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
ছক্কার বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড ছক্কার বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যাণ্ড-ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপের অন্যতম ফেবারিট ইংল্যান্ড। বিশেষ করে তাদের ব্যাটিং এখন বিশ্বসেরা। আর সেটা হাড়ে হাড়ে টের পেল আফগানিস্তান। রশিদ-নবীদের তুলোধুনা করে মরগানের দল ৬ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়েছে। আর এই ইনিংসেই ২৫টি ছয় হাঁকিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা, যা ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ছক্কার বিশ্বরেকর্ড।

ওয়ানডে ম্যাচের এক ইনিংসে এর আগে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি ইংল্যান্ডের দখলেই ছিল। চলতি বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড।

সেই সিরিজেই আবার ইংলিশদের বিপক্ষেই ওয়েস্ট ইন্ডিজ ২৩টি ছয় মেরে রেকর্ড গড়েছিল। পরে রেকর্ড নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
আরএআর/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ